তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২

তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৬ দশমিক ৮। তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল সিনহুয়া। পরে ৩২ জন নিহত ও ৩৮ জনের আহতের খবর জানানো হয়।

তিব্বতের অন্যতম পবিত্র শহর শিগাৎসে হলে শিশুরা

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষের চারপাশে দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তুপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে।

এদিকে নেপালেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি নেপাল ছাড়াও ভারত, ভুটান, চীন এবং বাংলাদেশে অনুভূত হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.