তিন বাহিনীর সদস্যদের টিকাদান শুরু

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের টিকাদান শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) পৃথক অনুষ্ঠানে তিন বাহিনীর টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার ঢাকা সিএমএইচে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রথমে টিকা নেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন।

উদ্বোধনী দিনে প্রায় ২০০ জন সেনাসদস্য টিকা গ্রহণ করেন। টিকা নিতে সদস্যরা ‘সুরক্ষা অ্যাপ’ এর মাধ্যমে নিবন্ধন করেন। এছাড়া দেশের অন্যান্য সকল সম্মিলিত সামরিক হাসপাতালে একযোগে এদিন টিকাদান শুরু করা হয়। প্রতিদিন নিবন্ধনকারীদের মধ্য থেকে প্রায় ৫০০ জন সদস্যকে টিকা দেয়া হবে।

বাংলাদেশ নৌবাহিনী
নৌবাহিনীর সকল সদস্যদের টিকাদান কার্যক্রমও শুরু হয়েছে। রোববার ঢাকা, চট্টগ্রাম, খুলনা অঞ্চলে নৌবাহিনী সকল হাসপাতালে সকাল থেকে টিকাদান শুরু হয়।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ঢাকায় বানৌজা হাজী মহসীনে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, ‘টিকা প্রদানের মাধ্যমে করোনামুক্ত বাংলাদেশ হবে মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার।’

বাংলাদেশ বিমান বাহিনী
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বিমান বাহিনীর সদস্যদেরও টিকাদান শুরু হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশার-এ মেডিকেল স্কোয়াড্রনের বাহিনীর সদস্যদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বিমান বাহিনী প্রধান নিজেই টিকা নেন। পরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের টিকা দেয়া হয়। বিমান বাহিনীর সকল ঘাঁটিতেও একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

প্রতিরক্ষা মন্ত্রণালয়
এদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল এবং প্রায় ৫০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা সিএমএইচে টিকা নেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.