তিন নয়া গাড়ি নিয়ে আসছে হোন্ডা

নতুন মডেলে হাইব্রিড এবং ব্যাটারিচালিত ইলেকট্রিক ওয়ারট্রেনের সুবিধাও থাকছে

ভারতের বাজারে সাম্প্রতিক সময়ে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের চাহিদায় দুর্দান্ত বৃদ্ধি লক্ষ্যণীয়। তীব্র গতিতে বেড়েছে এই গাড়ির বিক্রি। যে সব নতুন গাড়ি সম্প্রতি লঞ্চ হয়েছে, সেগুলোর অধিকাংশই এসইউভি।

এই বিষয়টির উপর লক্ষ্য রেখেই এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জনপ্রিয় চারচাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থা হোন্ডা।

সূত্রে খবর, জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি ভারতে ২০২৬-২৭ অর্থ বছরের মধ্যে তিনটি নতুন চারচাকা গাড়ির মডেল লঞ্চ করার বিষয়ে চিন্তাভাবনা করছে কোম্পানিটি।

মূলত দেশে দ্রুত বৃদ্ধি পেতে থাকা এসইউভি সেগমেন্টের সুযোগকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন হন্ডার একজন শীর্ষস্থানীয় কর্মচারী।

প্রসঙ্গত, হোন্ডা বর্তমানে একটি সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সংস্থার মাধ্য়মে দেশের গাড়ির বাজারে ব্যবসা করছে। বর্তমানে দেশের বাজারে হুন্ডা একটিমাত্র SUV মডেল বিক্রি করছে। যদিও, Elevate নামক এই স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলটি ইতমধ্যেই দেশের বাজারে বিপুল সাফল্যের দেখা পেয়েছে। এছাড়াও বর্তমানে দেশের বাজারে হন্ডার আরও দুটি গাড়ি Amaze এবং City বিক্রি হচ্ছে। যদিও এই দুটি গাড়িই সেডান মডেলের। বর্তমানে ভারতে এই তিনটি চারচাকাই বিক্রি করছে হোন্ডা।

এই প্রসঙ্গে হোন্ডার প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিফ অফিসার তাকুয়া সুমুরা একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা ২০২৬-২৭ অর্থ বছরের মধ্যে ভারতে হাইব্রিড এবং বৈদ্যুতিক পাওয়ারট্রেন সহ তিনটি নতুন চারচাকা গাড়ির মডেল নিয়ে আশার বিষয়ে পরিকল্পনা করছেন।

এই পদক্ষেপের মাধ্যমে মূলত স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের বিভাগে কোম্পানির উপস্থিতি প্রসারিত করে তোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

হোন্ডার নতুন মডেলগুলিতে হাইব্রিড এবং ব্যাটারি চালিত ইলেকট্রিক ওয়ারট্রেনের সুবিধাও থাকছে বলে উল্লেখ করেছেন এই বিশেষজ্ঞ। অর্থাৎ, স্পষ্টভাবেই আগামী দিনে দেশের গাড়ির বাজারের জন্য একাধিক বড় চমক নিয়ে আসতে চলেছে হোন্ডা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.