‘তিনটি বাইকে ৭ জন এসে গুলি করে, তখন দৌড়াতে থাকি’

বনশ্রীতে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর ভাষ্য

‘বাড়ির গেটে মোটরসাইকেল রাখামাত্র তিনটি বাইকে করে সাতজন এসে আমাকে গুলি করে। তখন আমি দৌড়াতে থাকি। তারা বাইক নিয়ে ব্যারিকেড দিয়ে সোনাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়।’

ঢাকার বনশ্রী ডি ব্লকে ৭ নম্বর বাসায় গুলি করে স্বর্ণালংকার লুট করার ঘটনার এমন ভয়ংকর অভিজ্ঞতা জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ার (৪৩)। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে ডি ব্লকে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

মো. আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি জানান, তার দুই ঊরুতে দুটি ও অণ্ডকোষের নিচে একটি গুলি লাগে। হা, পা ও ঊরুতেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে রেখে যায়। পরে স্বজনেরা রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। তার দাবি তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি।

You might also like

Comments are closed.