তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আলোচনায় বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। আজ সোমবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন।

বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান (ভার্চ্যুয়ালি), নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চ্যুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চ্যুয়ালি), হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (ভার্চ্যুয়ালি)।

জানা গেছে, আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে। সেখানে জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হতে পারে। ফলে বিএনপির স্থায়ী কমিটির আজকের এ বৈঠক অনেক গুরুত্বপূর্ণ।

You might also like

Comments are closed.