তারকারা কে কোথায় ঈদ করবেন

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ উপলক্ষে চলছে নানা রকমের আয়োজন। কর্মব্যস্ত জীবন ফেলে মানুষ ছুটেছেন নাড়ির টানে। আবার অনেকে রাজধানীতেই ঈদ করবেন। সাধারন মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ব্যস্ত ঈদ উৎসব নিয়ে। এবারের ঈদ তারকারা কে কোথায় করবেন, তা নিয়েই আজকের এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক-

 

 

পরিমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রতিবার কোরবানি ঈদ ঢাকায় করলেও এবারই প্রথমবারের মতো নানা বাড়ি বরিশালে ঈদ করবেন তিনি। তিনি বলেন, ঢাকায় চলে আসার পর কখনও কোরবানি ঈদ ঢাকার বাইরে করা হয়নি। এবারই প্রথম নানা বাড়ি বরিশালে করবো।  মাঝে আমার বাচ্চা ও এফডিসির নানা রাজনীতির কারণে এফডিসিতে কোরবানি দেয়া হচ্ছে না। নানু ভাই যেহেতু এখন আমাদের মাঝে নেই আর বরিশালে যেহেতু সবাই আছে তাই সেখানেই এবার বাচ্চাদের নিয়ে সবার সঙ্গে ঈদ করবো।

মিশা সওদাগর

ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা এবার ঈদ করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি তার পায়ের লিগামেন্টের অপারেশন হওয়ায় পরিবারের সঙ্গে দেশের বাইরেই এবারের ঈদ করবেন তিনি।

রুনা খান

এবারের ঈদে লম্বা ছুটি থাকায় পরিবার নিয়ে ঢাকার বাইরেই ঈদ করবেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান।

সজল

নতুন ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকলেও ঈদ ঢাকাতেই করবেন মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। তিনি বলেন, নতুন ছবির শুটিং নিয়ে ঢাকার বাইরে আছি। ইতোমধ্যে বাসা থেকে বাবা কল দিচ্ছে। আশাকরি ঢাকায় ঢুকেই বাবাকে নিয়ে হাটে গিয়ে গরু কিনবো। আমার বাবার আবার লাল রঙের গরু পছন্দ। এখন দেখা যাক হাটে গিয়ে পছদের রঙের গরু পাই কিনা।

বাঁধন 

এবারের ঈদ ঢাকাতেই করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথমবারের মতো ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। তাই ঈদের দিন থেকেই হল ভিজিটে ব্যাস্ত থাকবেন এই অভিনেত্রী।

জায়েদ খান

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান এবার ঈদ করেছেন আমেরিকায়। তিনি বলেন, আসলে সেভাবে তেমন কোন পরিকল্পা নেই ঈদ ঘিরে। আমেরিকায় কাছের কিছু মানুষ আছে তাদের সঙ্গেই ঈদ কাটবে।

রাশেদ মামুন অপু

এবার কোরবানির ঈদ নিজ শহর রাজশাহীতেই করছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

দিঘী

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা দিঘী কিছুদিন আগে আমেরিকায় অবস্থান করলেও ঈদ করছেন ঢাকাতেই। ইতোমধ্যে নিজের দেশের জন্য আমেরিকা থেকে উড়াল দিয়েছেন তিনি।

You might also like

Comments are closed.