তসলিমা নাসরিন আবারো মারা গেছেন!

বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মারা গেছেন! সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই একথা নিশ্চিত করেছেন! হ্যা, শনিবার দুপুরে নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে তসলিমা নাসরিন ইংরেজিতে লিখেছেন, “আই ডাইড ইয়েস্টারডে”। যার মানে, “গতকাল আমার মৃত্যু হয়েছে”।

এর আগে, গত বছর প্রায় একই সময়ে (জানুয়ারি মাসে) তসলিমা নাসরিন অভিযোগ করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাকে দুইবার মৃত ঘোষণা করেছে। সে সময় ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, জিহাদিদের সন্দেহজনক সাইবার হামলার পর ফেসবুক মাত্র দু’দিনে তাকে দু’বার মৃত ঘোষণা করে বলে তিনি দেখতে পেয়েছেন। তিনি তখন বলেছিলেন, “বিস্ময়কর ব্যাপার হলো জিহাদিরা সংখ্যায় অনেক বেশি। তারা (ফেসবুকে) আমার মারা যাওয়ার রিপোর্ট করেছে।” অবাক তসলিমা বলেছিলেন, “আমি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটা ক্রসচেক না করেই ফেসবুকের মতো প্লাটফর্ম আমাকে মৃত ঘোষণা করেছে!” যদিও পরে তিনি নিজের ফেসবুক একাউন্ট ফের চালু করতে সক্ষম হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, “আমি মনে করি এই কাজ করিয়েছে জিহাদিরা। তারা আমাকে পছন্দ করে না। তারা আমার মৃত্যু কামনা করে।”

উল্লেখ্য, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ১৯৯৪ সাল থেকে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে আছেন।

You might also like

Comments are closed.