তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ইউটিউব ও টেলিভিশনের তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ফেসবুকে ভেরিফায়েড পেজে অপূর্ব লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।

শোবিজের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও কারণটি নিশ্চিত করতে পারেননি।

শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরবর্তীতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

শাহবাজ সানীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

You might also like

Comments are closed.