ঢাবি সাময়িক বন্ধ ঘোষণা বা গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নেয়ার আবেদন শিক্ষক সমিতির
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এমতাবস্থায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি উঠেছে। আজ হাইকোর্টে এ নিয়ে রিট আবেদনও করা হয়েছে।
ঠিক এমন সময়ে সংশ্লিষ্ট সর্বমহলের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে সাময়িক বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করার’ অনুরোধ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ রবিবার (১৫ মার্চ) সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক ড. মো নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক আবেদনপত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নভেল করোনাভাইরাসকে ‘প্যানডেমিক’ ঘোষণা করার কথা, এ প্রেক্ষাপটে বিভিন্ন দেশে ‘রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি’, বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার উদাহরণ দেয়া হয়।
আবেদনপত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাময়িক বন্ধ করার বিষয়ে যে সম্মিলিত জনমত সৃষ্টি হয়েছে, সে বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হয়।