ঢাকা ছাড়ছে মানুষ, চট্টগ্রাম ও সিলেট রুটে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষের ঢল। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকায় যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে আছে। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশেও ধীরগতি ও থেমে থেমে চলার পরিস্থিতি দেখা দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত গাড়ির চাপে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। এতে স্বাভাবিকভাবে যানজট তৈরি হয়েছে।

যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধাঘণ্টা লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে। এক যাত্রী রফিক মিয়া বলেন, “প্রতি বছর পূজায় গ্রামে যাই, কিন্তু এবার যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব সেটা নিয়েই দুশ্চিন্তা।”

পুলিশ জানায়, অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে চাপ বেশি থাকায় যানজট স্বাভাবিক হতে সময় লাগছে।

You might also like

Comments are closed.