ঢাকা উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে বিএনপির তাবিথের মামলা

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন তাবিথ আউয়াল।

সোমবার সকালে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে এ মামলা করেন বিএনপির এ মেয়র প্রার্থী।

তার পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।

এ কে এম এহসানুর রহমান বলেন, বিচারক উৎপল ভট্টাচার্য এ বিষয়ে কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি উত্তর সিটিতে মেয়র পদে বড় ব্যবধানে জয় পান আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন চার লাখ ১৫ হাজার ৮০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৪১ ভোট।

You might also like

Comments are closed.