ঢাকায় হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ও ভোগান্তি

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার আকাশ ছিল ঝলমলে রৌদ্রোজ্জ্বল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে। বেলা ১১টার দিকে আকস্মিকভাবে কালো মেঘে ঢেকে যায় আকাশ এবং এর কিছুক্ষণ পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে ছিল দমকা হাওয়া।

আবহাওয়া অধিদফতর এর আগের পূর্বাভাসে ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল।

এই ভারী বৃষ্টি একদিকে যেমন ভ্যাপসা গরম থেকে নগরবাসীকে স্বস্তি এনে দিয়েছে, তেমনি অন্যদিকে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

বারিধারার বাসিন্দা ছোবহান মুন্সি জানান, এবার বৈশাখ মাসের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। এতে গরমের তীব্রতা কিছুটা কম। তবে এখনকার আবহাওয়ার মতিগতি বোঝা দায়। সকালে দেখলাম ঝলমলে রোদ, তাই ছাতা ছাড়াই বেরিয়েছিলাম। আর এখন এই ঝুম বৃষ্টি। সামনে থেকে বের হলে রোদ থাকলেও ছাতা সঙ্গে রাখতে হবে দেখছি।

গৃহিনী রোখসানা সোমা বলেন, বাজার করতে বের হয়ে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়েছি। এত ভারী বৃষ্টিতে রিকশায় গেলেও ভিজে যাব। তাই বৃষ্টির থামার অপেক্ষা করছি।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামীকালও একই রকম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবারও বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা ছিল ৬০ মিলিমিটার।

You might also like

Comments are closed.