ঢাকায় শিশু ধর্ষণের পর হত্যায় একজনের মৃত্যুদণ্ড

২০১৭ সালে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার বলা হয়, ২০১৭ সালের ২ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দরবার শরীফ গলির একটি টিনশেড বাসায় সাত বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে, ঘরের দরজা বন্ধ করে দুই হাত পা পাটের রশ্মি, গামছা বেধে মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে হত্যা করে আসামি মো. রফিকুল ইসলাম।

শিশুটির মৃত্যু নিশ্চিত করে তার লাশ গুম করার উদ্দেশ্যে কম্বল, লুঙ্গি দিয়ে পেঁচিয়ে ঘরের সানসেটের উপর লুকিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আসামি রফিকুল ইসলাম পালিয়ে যায়।

রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার জানান, তারা এই রায়ে সন্তুষ্ট।

You might also like

Leave A Reply

Your email address will not be published.