ঢাকাসহ ৪ বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তবে এরপরও সারা দেশে বৃষ্টি থামছে না। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাসও আছে। এরই মধ্যে জানা গেল ঢাকাসহ ৪টি বিভাগে বজ্রপাতেরও শঙ্কা আছে।

বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন।

তিনি বলেন, ‘বজ্রপাত থেকে হুশিয়ার সাবধান বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, খুলনা বিভাগ-বাসী। আজ দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, খুলনা বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ।

বরিশাল বিভাগ: সকল জেলা।

চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ী, রাঙ্গামাটি।

খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, নড়াইল।

সিলেট বিভাগ: মৌলভীবাজার, হবিগঞ্জ।

You might also like

Comments are closed.