ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী, কে এই হানিয়া আমির?

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও ফ্যাশন আইকন হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণেই এ সফরে আসছেন এই তারকা। ঠিক কবে তিনি ঢাকায় পা রাখবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাকিস্তানে দীর্ঘদিন ধরে কাজ করছেন হানিয়া। সেই সূত্রে বাংলাদেশে আসছেন তিনি। ঢাকায় কয়েক দিন থাকার কথা রয়েছে তাঁর। তবে কোন অনুষ্ঠান বা উপলক্ষে তিনি অংশ নেবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

কে এই হানিয়া আমির?
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম হানিয়ার। খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানি বিনোদন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। ২০১৬ সালে জনান চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এক দশকের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তা পেয়েছেন অসংখ্য টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে। এর মধ্যে মেরে হামসাফার, ফেইরি টেল, দিলরুবা, আনা ও কাভি মে কাভি তুম বিশেষভাবে আলোচিত।

সাম্প্রতিক সময়ে সরদারজি ৩ সিনেমার মাধ্যমে বলিউডেও অভিষেক হয়েছে হানিয়ার। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা চরিত্রভিত্তিক—সব ধরনের ভূমিকায়ই দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। পাকিস্তানি তরুণ প্রজন্মের পাশাপাশি বাংলাদেশেও তিনি এখন পরিচিত মুখ।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় হানিয়া। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১৮.৮ মিলিয়নের বেশি। মজার ভিডিও, নান্দনিক ছবি ও স্টাইলিশ লুক শেয়ার করে তরুণদের কাছে তিনি শুধু অভিনেত্রী নন, ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎসও বটে।

You might also like

Comments are closed.