ঢাকামুখী ৪টি ফ্লাইটকে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকামুখী ৪টি ফ্লাইটকে চট্টগ্রাম আন্তজার্তিক শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

Comments are closed.