ঢাকাই জামদানিতে বলিউডের সোনম কাপুর
এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবি পোস্ট করে ফের আলোচনার কেন্দ্রে সোনম কাপুর। প্রায়ই সোশ্যালে নিজের অবস্থান কিংবা ভালোলাগা ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
তবে এবার তিনি হাজির হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়িতে। কয়েকটি ছবি পোস্ট করে সোনম কাপুর ক্যাপশনে লিখেছেন, ‘বাংলার পুরনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন।’

সেই পোস্টে বাংলাদেশ থেকে অনেকেই মন্তব্য করেছেন।
এক দর্শক লিখেছেন, ‘এভাবে আন্তর্জাতিক মঞ্চে ঢাকাই জামদানির উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।’
এদিকে খুব শিগগিরই অভিনেত্রী তার মা হওয়ার খবর সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম।
সোনমকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে। এরপর আর তাকে ছবিতে পাওয়া যায়নি। এছাড়া তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ।

Comments are closed.