ডেমরা থেকে গায়ক নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১টায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, মাদকাসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন নোবেল। এরপর দীর্ঘ বিরতি নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হয়ে জানিয়েছিলেন আর কখনও দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।

উল্লেখ্য, ভারতীয় সংগীত প্রতিযোগীতার অনুষ্ঠান ‘সারেগামাপা’ দিয়ে পরিচিতি পান এই গায়ক। ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে।

You might also like

Comments are closed.