ডিসেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৫০ কেটি ৭৪ লাখ ডলার

চলতি ডিসেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৫০ কেটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রবিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, আগের মাস নভেম্বরের গড় হিসাবে ১৩ দিনে এসেছিল ১২৫ কোটি ২১ লাখ ১২ হাজার ৩৩৩ ডলার।

আর আগের বছরের ডিসেম্বরের ১৩ দিনে এসেছিল ১২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার ৬৬৬ ডলার। 

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার।

আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার। 

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.