ডাকসু নির্বাচন: বিধি চূড়ান্ত করতে আলোচনা ৪ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। ক্ষমতার পট পরিবর্তনের পর ডাকসু নির্বাচন দেওয়ার দাবি আবার জোরালো হয়ে উঠেছে।

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্য সংগঠনগুলো এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সংস্কারেরও দাবি তোলা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.