ডাকসু নির্বাচন : তৃতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ২২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একজন, অ্যাসিসেন্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে দুজন, ও অন্যান্য পদে বাকি ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, গত তিন দিনে আমাদের কাছে থেকে মোট ৪২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।

এই পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন। তবে কোন পদে জমা দিয়েছে তা জানা যায়নি। আবার ১৮টি হলো থেকে এখন পর্যন্ত ২৬জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

You might also like

Comments are closed.