ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের ঘোষিত প্যানেলে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়া বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন- 

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : ইকবাল হায়দার

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : উম্মে সালমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : খান জসীম (চলতি বছরের জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)
ক্রীড়া সম্পাদক : আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক : আসিফ আব্দুল্লাহ
সমাজসেবা সম্পাদক : শরিফুল ইসলাম মুয়াজ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক : সাজ্জাদ হোসাইন খান (ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক : মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : আব্দুল্লাহ আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক : সাখাওয়াত জাকারিয়া

এছাড়া ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।

You might also like

Comments are closed.