ডাকসু নির্বাচনের অসঙ্গতি তদন্ত করে প্রকাশে গড়িমসি করছে প্রশাসন ও ইসি: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি) গড়িমসি করছে, এমন অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। এ সময় আবিদুল ইসলাম খানের সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের।

পরে এক ব্রিফিংয়ে আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালট কে ছাপিয়েছে তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব।

উমামা ফাতেমা বলেছেন, ব্যালট পেপারের বিষয়ে উত্তর এখনও প্রশাসন দিতে পারেনি। এসএম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

You might also like

Comments are closed.