ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

সারাদেশে বাউল সাধকদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন বাউলশিল্পী।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্প্রীতির ঐক্যের ব্যানারে জেলার সাংস্কৃতিক কর্মীরা। এ সময় আকস্মিকভাবে তৌহিদী জনতার নামে একটি সংগঠনের সমর্থকরা বাউল বিরোধী স্লোগান দিতে দিতে এসে হামলা করে। এ ঘটনায় সদরের পাচবিবি এলাকার সামছুল হক চিসতি এবং হটাত পাড়ার মোখলেছ পাগলা আহত হয়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ওসি আরও জানান, বাউল শিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

You might also like

Comments are closed.