ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) সামাজিকমাধ্যম এক্সে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে ১৩০ দিনের জন্য যুক্ত হন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। বিভাগটিতে যোগদান করে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে এক ট্রিলিয়ন ডলার কাঁটছাঁট করার প্রতিশ্রুতি দেন তিনি। যদিও বিভাগটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭৫ বিলিয়ন ডলার খরচ বাঁচাতে পেরেছেন ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী।
এক্স পোস্টে সরকারি দফতরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন, আমি বিশ্বাস করি, ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে। সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

Comments are closed.