ট্রাম্প আমাদের বিভক্ত করতে চাইছে- সাবেক প্রতিরক্ষামন্ত্রী

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্রের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস মাতিস। বুধবার জেমস মাতিস এমন মন্তব্য করেন।

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাতিস বলেন, ট্রাম্প পরিপক্ক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তিনি মার্কিন জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সামাল দেয়ার ট্রাম্পের চেষ্টায় রাগান্বিত ও হতবাক হয়েছে বলে জানিয়েছেন জেমস মাতিস।

২০১৮ সালে সিরিয়া থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান জেম মাতিস।

You might also like

Comments are closed.