ট্রাম্পের হাত ধরে মধ্যপ্রাচ্যে নতুন ইতিহাস গড়তে চান নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এযাবৎকালে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের হাত ধরে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দিতে চান তিনি। এরইমধ্যে ইরানের ওপর চাপ তৈরি ও হামাস নির্মূলের ঘোষণাও দিয়েছেন নেতানিয়াহু। যদিও সৌদি আরবে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তর করা ট্রাম্পের প্রস্তাবে নড়েচড়ে বসেছে পুরো আরব বিশ্ব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর গলার সুর যেন ৩৬০ ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। সবার ধারণা পাল্টে দিয়ে ট্রাম্পকে এযাবৎকালে ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যা দিয়েছেন তিনি। তাকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস রচনা করতে চান তিনি। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইরানের পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান থামানো ও হামাস নির্মূলে ট্রাম্প একমত হয়েছেন। এ ধরনের বিভিন্ন ইস্যুতেই চুক্তি হয়েছে ট্রাম্পের সঙ্গে। যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বন্ধুত্বের হাত আরও মজবুত করবে। মধ্যপ্রাচের চেহারা পরিবর্তন করে দেবো আমরা। বদলে দিবো এ অঞ্চলের ইতিহাস।’
হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চলার মধ্যেই হামাসকে নির্মূলে ফের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরই এ কথা বলেন তিনি।
বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘হামাসের আসল চেহারা আমরা আবারও দেখতে পেলাম। তারাই ইসরায়েলের নাগরিকদের নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের বন্দিদের মুক্ত করতে সব কিছু করবো। তাদের নিরাপত্তা নিশ্চিত আমাদের প্রথম চাওয়া। এ বিষয়ে ট্রাম্পও একমত হয়েছেন। তবে হামসের কোনো অস্তিত্ব থাকবে না। যেকোনো উপায়ে তাদের শেষ করতে হবে।’
গাজার ফিলিস্তিনিদের সৌদি আরবে প্রত্যাবাসনের কথা বলেন নেতানিয়াহু। মজার ছলেই তিনি একথা বলেছেন বলে মন্তব্য করেছে সৌদি আরব। এছাড়া নেতানিয়াহুর এমন বক্তব্য সৌদির সার্বভৌমত্বে আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে জর্ডান ও মিশরও।
এদিকে হামাস-ইসরায়েল যুদ্ধে লাগাতার সহায়তা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন হামাসের শূরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারিশ। এর আগে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন হামাস নেতা খলিল আল হায়াও।
গাজায় যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও তা মানার কোনো বালাই নেই লেবাননের বেলায়। শনিবার দেশটির বেকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন লেবানিজ। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ধংস করতেই হামলা চালিয়েছে তারা।