ট্রাম্পের শেয়ারকৃত ছবি সড়ালো টুইটার

কপিরাইট ভঙ্গ করায়​​​​​​​ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি ছবি অপসারণ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

জানা গেছে, গত ৩০ জুন ট্রাম্প একটি ছবি টুইটারে শেয়ার করেন। পরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস দাবি করে তাদের তোলা ছবির ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছেন ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক টাইমস থেকে কপিরাইটের অভিযোগ পাওয়ার পর টুইটার ট্রাম্পের শেয়ার করা ছবিটি অপসারণ করে।

তবে এই ঘটনায় টুইটার এবং নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

গত মে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এর আগে ট্রাম্পের একটি পোস্টকে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করে টুইটার। পরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত আইন পরিবর্তনের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

You might also like

Comments are closed.