ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিটি দিনই এখন হ্যালোইন: ওবামা
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিটি দিনই এখন হ্যালোইন। নিউ জার্সির ডেমোক্রেট প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্পকে কটাক্ষ করে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি বলেন, আমাদের দেশ ও রাজনীতি অন্ধকার একটি সময়ের মধ্যে রয়েছে। প্রতিদিনই কোনো না কোনো বেআইনি কাজ করছে হোয়াইট হাউস। দায়িত্বজ্ঞানহীন আর বিদ্বেষপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছে আমাদের প্রেসিডেন্ট।
ওবামা আরও বলেন, শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন, যাতে কেউ তার অপরাধ থামাতে না আসে। সত্যি বলতে এখন প্রতিদিনই হ্যালোইন। তবে, এই হ্যালোইনে শুধুই ফাঁকি, কোনো চকলেট নেই।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।

Comments are closed.