ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে এবিসি নিউজ

মানহানির মামলা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলা মীমাংসা করতে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ পরিশোধে সম্মত হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) এবিসি নিউজ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর বিবিসির।

গেল মার্চ মাসে এবিসি নিউজের এক সাক্ষাতকারে সাউথ ক্যারোলাইনার আইনপ্রণেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালীন উপস্থাপক জর্জ স্টেফানোপলস দশ বারেরও বেশি ট্রাম্পকে ধর্ষক বলে আখ্যা দিয়েছেন। এরপর এবিসি নিউজ ও অনুষ্ঠানটির উপস্থাপকের নামে মানহানির মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে।

বিবিসি জানায়, মীমাংসার শর্ত হিসেবে স্টেফানোপলসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে এবিসি নিউজ।

প্রতিষ্ঠানটি ট্রাম্পের পক্ষে একটি ‘প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম’ স্থাপনের জন্য দেড় কোটি ডলার প্রদান করবে। এছাড়াও, ট্রাম্পের আইনি খরচের জন্য ১০ লাখ ডলার দেবে তারা।

মীমাংসার শর্তানুসারে, এবিসি নিউজ চলতি বছরের ১০ মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোট যোগ করবে।

সে নোটে লেখা থাকবে: ‘এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপলস প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সম্পর্কে ১০ মার্চ ২০২৪ এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানোপলসের সঙ্গে প্রতিনিধি ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতপ্ত।

এবিসি নিউজের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কোম্পানি ‘খুশি যে উভয় পক্ষ আদালতে দাখিল করা শর্ত অনুযায়ী মামলা মিটমাট করেছে।’

You might also like

Comments are closed.