ট্রাম্পকে গ্রেফতার: ইন্টারপোলকে ইরানের অনুরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারে রেড নোটিশ দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) অনুরোধ জানিয়েছে ইরান।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ কর্মকর্তাতে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান।

সাংবাদিকদের ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধপরিকর ইরান।

ট্রাম্পের নির্দেশে গত বছরের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি।

বিচারবহির্ভূত হত্যকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড জানিয়েছেন, সোলেইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

গত জুনে জেনারেল সোলেইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারে এর আগেও ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান।

তবে ফ্রান্সভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন নাকচ করে দিয়েছে। তারা বলছে, নিয়ম অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনো ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।
সূত্র: আলজাজিরা

You might also like

Leave A Reply

Your email address will not be published.