ট্রানজিট ভিসায় বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের যাত্রীরা এ সুবিধা পাবেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় সভা শেষে তিনি এ কথা জানান। হজের খরচ কমানোর বিষয়ে দুই দেশ আলোচনা করছে।

সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য হজের কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চার দিন।

এর আগে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। দাবিগুলো হলো―হজের সময় মিনা-মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা; সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা; মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেওয়া। এ ছাড়া হজ ও ওমরাহ যাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে।

You might also like

Comments are closed.