টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় বলবেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার মাটিতে গতকালই নিজের শেষ আন্তর্জাতিক ইনিংসটি খেলেছেন ডেভিড ওয়ার্নার। যদিও ঘরের মাটির শেষটা জয় দিয়ে রাঙাতে পারেননি তিনি। দল না জিতলেও ওয়ার্নার ছিলেন স্বভাবজাত ছন্দে। ৪৯ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন ওয়ার্নার। ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে জানান নিজের অবসরের কথা। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই তুলে রাখবেন ব্যাট প্যাড।

গত জানুয়ারিতেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। ওয়ানডে থেকেও আগেই দিয়েছেন অবসরের ঘোষণা। বাকি ছিল টি-টোয়েন্টির। এবার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ার্নার। তার মতে, নতুনদের সুযোগ দেওয়ার সময় হয়েছে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নারের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? এর উত্তরে অস্ট্রেলিয়ার ৩৭ বছর বয়সী বাঁহাতি ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ।’ ওয়ার্নার এরপর বলেছেন, ‘এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’

আরেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট জানতে চেয়েছিলেন এটাই কি তবে নিজ দেশে ওয়ার্নারের শেষ ম্যাচ? উত্তরে ওয়ার্নার জানালেন, অবশ্যই। নিজের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করলেন এরপরেই, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।’ বিশ্বকাপের আগে ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার জার্সিতে তাই আরেকবার দেখার সুযোগ আছে কেবল কিউইদের বিপক্ষে সিরিজে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে মেলবোর্নে টি-টোয়েন্টি অভিষেক ঘটে ওয়ার্নারের। এরপর কেটেছে ১৫ বছর। খেলেছেন ১০২টি ম্যাচ। ২৬টি ফিফটি ও একটি সেঞ্চুরিতে তিন হাজার ৬৭ রান করেছেন এখন পর্যন্ত।

You might also like

Leave A Reply

Your email address will not be published.