টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবে কোটি পরিবার

রাজধানীসহ সারা দেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে গতকাল রবিবার থেকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। কার্ডধারীদের মাসে একবার এই পণ্য দেওয়া হবে। এ জন্য সরকারকে বছরে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

রবিবার রংপুর নগরের কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর রাজধানীতে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

টিসিবি সূত্র জানায়, প্রতি কার্ডধারী পরিবার মাসে ১১০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি নিতে পারছে, যার প্যাকেজ মূল্য হচ্ছে ৪০৫ টাকা। এ ছাড়া পেঁয়াজ দেশের বাইরে থেকে আসা সাপেক্ষে মহানগরগুলোতে বিক্রি করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরে সাংবাদিকদের বলেন, দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সে জন্য টিসিবি এবং ওএমএসের মাধ্যমে সরকার সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে। যত দিন প্রয়োজন হবে, তত দিন এই কার্যক্রম চলবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিত্যপণ্যের দাম কমে আসবে। আশা করছি, দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরো কমে আসবে।’

রাজধানীতে কার্যক্রম উদ্বোধন শেষে জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির এ উদ্যোগে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই এ পণ্য দেওয়া হবে। মাসে একবার করে পণ্য দিতে গিয়ে বছরে সরকারকে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এর পরও মাসে দুইবার এই পণ্য দেওয়া যায় কি না, সেটা মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.