টিকা নিয়েছেন ৫০ লাখ মানুষ

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩৭তম দিনে মংগলঅবার ভ্যাকসিন নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন। যা আগের দিনের তুলনায় টিকা নেয়ার সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৯ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯২০ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।

গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.