টিকা নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী টিকা নেয়ার সময় উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস ইমরুল কায়েস রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন। এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানান এবং নিজে টিকা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড-এর ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেয়া আরও ২০ লাখ টিকা।

এর আগে ২৪ শে ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা নেন শেখ রেহেনা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.