টিকা আসার আগেই ২০ লাখ মৃত্যুর আশঙ্কা ডাব্লিউএইচও’র
করোনাভাইরাসের কার্যকর টিকা সহজলভ্য হওয়ার আগেই বিশ্বব্যাপী ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। শুক্রবার এমন হুঁশিয়ারি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া না হলে এ সংখ্যা আরও বেশি হতে পারে।
মাইক রায়ান বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশাল অঞ্চলজুড়ে উদ্বেগজনক মাত্রায় সংক্রমণ বাড়ছে। গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আমেরিকার ,দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। ইউরোপের দেশগুলোতে ভয়াবহ রুপ নিচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভ। তবে আশার বিষয় হলো আক্রান্তের সাথে সাথে সুস্থতার হার ও বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ২৭৪ জন। মারা গেছেন ৯ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন।