টিউলিপের জন্য সরকারের দরজা খোলা: স্টারমার

টিউলিপ সিদ্দিকির পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে তিনি বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা আছে।

১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাঠানো চিঠিতে স্টারমার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য টিউলিপকে ধন্যবাদ জানান। ব্রিটেনকে বদলে দেয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, সেখান থেকে যেন মনোযোগ ব্যাহত না হয়, তা নিশ্চিতে টিউলিপ পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

স্টারমার বলেন, স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়ে তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে সহযোগিতা করেছেন টিউলিপ।

এদিকে, যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্টারমার অনেক বেশি দেরি করে ফেলেছেন।

তার সম্পত্তির ইস্যুতে অনেক তথ্য এখনও অজানা। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। এদিকে, ইকোনমিক সেক্রেটারি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতা এমা রেনল্ডস।

You might also like

Leave A Reply

Your email address will not be published.