টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

বছরের শেষ প্রান্তে এসে টানা ৩ দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। লম্বা এই ছুটির মধ্য দিয়ে চলতি বছরের সরকারি ছুটি শেষ হচ্ছে।

এর আগে চলতি বছর ২ ঈদে টানা ৯ দিন ও ১০ দিনের মতো বড় ছুটি উপভোগের পাশাপাশি সরকারি চাকরিজীবীরা বছরজুড়ে বেশ কয়েকবার টানা ৩ দিন কিংবা টানা ৪ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছিলেন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। দিনটি বৃহস্পতিবার হওয়ায় এর পরের দু’দিন (শুক্র ও শনিবার) থাকছে সাপ্তাহিক ছুটি। ফলে সবমিলিয়ে টানা ৩ দিন বন্ধ থাকছে অফিস।

তবে লম্বা এই ছুটির আগে ডিসেম্বরে আরও একটি সরকারি ছুটি পাওয়া যাবে। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) এই ছুটি থাকছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নতুন বছরে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এজন্য ২০২৬ সালে মূল ছুটি হবে ১৯ দিন।

সবশেষ গত ৯ নভেম্বর উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে সরকার। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন বছরের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি থাকছে। অন্যদিকে নতুন বছরে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

You might also like

Comments are closed.