টাঙ্গাইলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান।
কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করলে তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার আসেন। পরে বঙ্গবীরকে দেখে তারা বলেন, তিনি সুস্থ আছেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।
You might also like

Comments are closed.