টাইব্রেকারে কস্তা ম্যাজিক, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
নির্ধারিত ৯০ মিনিট শেষে গোলশূন্য পর্তুগাল-স্লোভেনিয়া। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে পেনাল্টি পায় পর্তুগাল। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ত্রাতা হয়ে আসেন পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কস্তা। তার নৈপুণ্যে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
সোমবার (১ জুলাই) ফ্রাঙ্কফুর্টে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। তাদের সবগুলো আক্রমণ আটকে যায় স্লোভেনিয়ার ডিফেন্সে। একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি পর্তুগাল।
নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১০৫ মিনিটে গোলের দারুণ সুযোগ পায় পর্তুগিজরা। দিয়েগো জোতাকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। তবে সেই পেনাল্টি মিস করে রোনালদো। অসাধারণ সেভে স্লোভেনিয়াকে রক্ষা করেন ইয়ান ওবালাক।
পেনাল্টি মিস করে কান্না করেন রোনালদো। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর ভুল করেননি রোনালদো। বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এরপর ব্রুনো ফার্নান্দেজ ও বার্নারডো সিলভাও গোল করেন।
অন্যদিকে স্লোভেনিয়ার টানা তিন শট আটকে দিয়ে দলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ দিয়াগো কস্তা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-০ গোলের জয় নিয়ে শেষ আটে পা রাখে রোনালদোরা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মোকাবিলা করবে পর্তুগাল।