টাইগারদের দাপটে বিধ্বস্ত নিউজিল্যান্ড ‘এ’ দল

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশি বোলারেদের তাণ্ডবে ১৪৭ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম ও খলিল আহমেদ।

সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেইলি। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। দলীয় ১৩ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। ওপেনার রাইস ম্যারিউ ছাড়া কেউই থিতু হতে পারেননি। অবাক করা বিষয় নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটারই সাজঘরে ফিরেছেন খাতায় কোনো রান যোগ না করেই।

টপ অর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ওপেনার রাইস ম্যারিউ। একপ্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন তিনি। ৫০ বলে ৪০ রান করে টাইগার স্পিনার তানভীর ইসলামের শিকার হন তিনি। এতে ৬ উইকেট হারিয়ে ৫৮ রানের দলে পরিণত হয় ক্রিকেটাররা।

ম্যারিউর বিদায়ের পর নিয়মিত বিরতিতে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে দশম উইকেটে বেন লিস্টারকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফ্ট। শেষ পর্যন্ত তার ৬৪ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ১৪৭ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন খলিল আহমেদ ও স্পিনার তানভীর ইসলাম। এ ছাড়াও শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

You might also like

Comments are closed.