টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। শনিবার (১ মার্চ) করাচির জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়ায় ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ ও ফিল সল্ট।

দ. আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ত্রিস্টান স্টাবস ও রসি ফন ডার ডুসেন।

উল্লেখ্য, আসরের প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের পথ সুসংহত করতে মরিয়া প্রোটিয়ারা। আজ জিতে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে দ. আফ্রিকা।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.