টম ক্রুজের শুটিং সেটে আগুন!

ঘোষণা শোনা গিয়েছিলো অনেক আগেই। ‘মিশন ইম্পসিবল’-এর সপ্তম কিস্তি নির্মিত হচ্ছে। বরাবরের মতো এটিতেও ভয়াবহ সব মিশন নিয়ে হাজির হবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তবে করোনার কারণে এতদিন শুটিং শুরু হয়নি ছবিটির।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্প্রতি শুরু হয়েছিলো অ্যাকশন আর স্টান্টের জন্য জনপ্রিয় এই সিরিজের সপ্তম কিস্তির শুটিং। আর সেখানেই ঘটলো দুর্ঘটনা। শুটিং সেটে ভয়াবহ আগুনে বিরাট ক্ষতির মুখে পড়েছে ছবিটি।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৫৮ বছর বয়সী অভিনেতা টম ক্রুজসহ সবাই সুস্থ রয়েছেন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) অক্সফোর্ডশায়ারে বেশ ভারী সেট নির্মাণ করা হয়েছিলো ছবিটির জন্য। সেখানে একটি মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্ট করার সময় মোটরসাইকেলে আগুন ধরে যায়। শূন্যে মোটরসাইকেল দিয়ে স্টান্ট করার সময় নামতে গিয়ে মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়।

মিশন ইম্পসিবল ছবিতে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন টম ক্রুজ। তবে ওই দিন তিনি শুটিংয়ে অংশগ্রহণ করেননি। ছয় সপ্তাহ ধরে পরিকল্পনা করা হয়েছিল, তবু সফল হয়নি স্টান্টটি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ চালান।

এদিকে ডেইলি মেইল জানাচ্ছে, আগুন লেগে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সেটটি সাজাতেই খরচ হয়েছে প্রায় ২২ কোটি টাকার ওপরে। এই দৃশ্যের জন্য পুনরায় আবার সেট তৈরি করতে হবে। সেইসঙ্গে শুটিং আটকে যাওয়ায় নতুন করে নিতে হবে টিমের সবার শিডিউল। সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানকে।

ক্রিস্টোফার ম্যাককুইন এর লেখা ও পরিচালনায় ‘মিশন ইম্পসিবল’ ছবির সপ্তম কিস্তিটি ২০২১ সালের ১৯ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

You might also like

Comments are closed.