টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার টঙ্গীর দুই থানা পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে আটক করা হয়েছে। টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম যুগান্তরকে বলেন, আমার থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, অপরাধীদের আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমার থানায় ২৩ জনকে আটক করা হয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

You might also like

Comments are closed.