টঙ্গীতে আগুনে পুড়ে গেছে দশটি দোকান

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় পৌরসভার প্রপার্টি মার্কেটের ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৪ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মিরাজ আলী বলেন, আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সর্বশেষ ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় একটি মাছ বাজারসহ ঝুট ও কাঁচামালের ১০টি দোকান পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

 

 

You might also like

Comments are closed.