ঝাঁকড়া চুলে স্টাইলিশ উষসী

পরিপাটি সাজের সীমাবদ্ধতায় নিজেকে আবদ্ধ রাখতে কে চায়! কলকাতার ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ অভিনেত্রী উষসী রায় আবারও প্রমাণ করলেন, স্টাইল মানেই সবসময় নিখুঁত গঠন নয়। সম্প্রতি দেখা গেল তাকে ঝাঁকড়া চুলের মেসি লুকে, যেখানে তিনি নিজের ইচ্ছামতো ফ্লোরাল প্রিন্টের কালো টপ ও ম্যাচিং স্কার্টে ধরা দিয়েছেন।  ছবি: ইনস্টাগ্রাম থেকে

 

You might also like

Comments are closed.