ঝরনায় পা পিছলে পড়ে কলেজছাত্রের মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে গিয়ে গোসল করার সময় পা পিছলে পানিতে পড়ে মারা গেছেন আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্র।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আসিফ পাঁচজন বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে যান। বেলা সাড়ে ১১ টার দিকে গোসল করতে নামেন কূপের পানিতে। একপর্যায়ে বন্ধুদের অজান্তেই তিনি নিখোঁজ হন। বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে একটি ডুবুরি দল দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।
ওসি আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে বিকালে লাশ হস্তান্তর করা হয়েছে। ঝরনাগুলো ভ্রমণের আশা সবাইকে সতর্কতা অবলম্বন খুবই প্রয়োজন।
স্থানীয় বারৈয়াঢালা বন বিট কর্মকর্তা আল মামুন জানান, ঝরনাগুলো যেতে সতর্কতা সাইনবোর্ডসহ প্রচারণা থাকলেও কেউ তা মানছে না। তাই এমন দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি রূপসী ঝরনাসহ আশপাশের কয়েকটি ঝরনায় পর্যটকদের প্রাণহানির ঘটনা বেড়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
-চট্টগ্রাম প্রতিনিধি

Comments are closed.