জ্যাকেটের হাতায় লুকিয়ে দুই কোটি টাকার স্বর্ণ এনেছিলেন সৌদিপ্রবাসী!

হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে ২৫টি স্বর্ণের বার এনেছিলেন মোহাম্মদ রিপন নামের এক সৌদিপ্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। সেই সঙ্গে স্বর্ণ বারগুলোও উদ্ধার করা হয়েছে, যার ওজন ২ কেজি ৯০০ গ্রাম। বারগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।

সানোয়ারুল কবীর জানান, ‌‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইনসের বিমান থেকে এক যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে। পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা করা হবে। সেই সঙ্গে তাকে থানায় হস্তান্তর করা হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.