জ্যাকলিন ফার্নান্দেজের আবেদন খারিজ, অর্থপাচার মামলায় বিচার চলবে
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের জন্য আইনি জটিলতা আরও বাড়ল। ভারতের সর্বোচ্চ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ₹২১৫ কোটি টাকা অর্থপাচারের মামলার বিরুদ্ধে তার আবেদন খারিজ করেছে। এই মামলা কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত, যেখানে অভিযোগ রয়েছে যে জ্যাকলিন তার কাছ থেকে মূল্যবান উপহার ও আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।
অভিনেত্রী শীর্ষ আদালতে অভিযোগ থেকে মুক্তির আবেদন করেছিলেন, কিন্তু আদালতের এই সিদ্ধান্তে তার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এই ঘটনা তার বলিউড ক্যারিয়ারের ওপর দীর্ঘ ছায়া ফেলেছে এবং আইনি লড়াইকে আরও জটিল ও প্রতিকূল করেছে।
আরও পড়ুন

মামলার বিষয়টি এখনও মীমাংসিত হয়নি, যার ফলে জ্যাকলিনের পেশাগত দায়বদ্ধতা ও জনমুখী ইমেজকে নিয়ে সর্বদা নজরদারি রয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম উচ্চপ্রোফাইল সেলিব্রিটি আইনি কাহিনী হিসেবে গণ্য হচ্ছে।

Comments are closed.